গতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ভবনে বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে হেকেপ-এর আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নেট ওয়ার্ক ইমপ্লিমেনটেশন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মুহিবুর রহমান।
ইউজিসি’র সদস্য প্রফেসর ড. আকতার হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি ড. মোখলেসুর রহমান। অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে ইউজিসির এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তি স্বাক্ষরের ফলে আধুনিক জ্ঞান চর্চার ক্ষেত্রে সুবিধা গ্রহণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটলো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ প্রকল্প আগামী ডিসেম্বর ২০১২ এর মধ্যে বাস্তবায়িত হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীরা অতি সহজেই বিশ্ব জ্ঞান ভান্ডারে প্রবেশ করতে সক্ষম হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এ সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে তাঁদের জ্ঞান ভান্ডার পরিপূর্ণ করতে জ্ঞান চর্চায় ব্রতী হবেন উপাচার্য এ প্রত্যাশা ব্যক্ত করেন।বিজ্ঞপ্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন