রবিবার, মার্চ ১০, ২০১৩

বিরোধীদল দমনে কমিটি করছে সরকার


 বাংলামেইল২৪ডটকম ঢাকা: সন্ত্রাস দমনের নামে কমিটি করে বিরোধীদলকে দমন করার জন্য সরকার নতুন পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তারেক রহমানের সপ্তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল এ আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল।
খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার যখন সবদিক থেকে ব্যর্থ তখন পাড়ায় মহল্লায় সন্ত্রাস দমন কমিটি করার ঘোষণা দিয়েছে। সরকার গঠিত কমিটি যদি বিরোধীদলের নেতাকর্মীদের ওপর আক্রমণ করে তার প্রতিরোধ করার জন্য আমরাও পাবলিক সেফটি কমিটি করার ঘোষণা করেছি। এতে যদি সংঘাতের সৃষ্টি হয় সেজন্য সরকারই দায়ী থাকবে।’
তিনি অভিযোগ করেন বলেন, ‘আসলে এই সরকার পায়ে পড়ে ঝগড়া করতে চায়। বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে সংঘাতের দিকে নিতে চায়। জরুরি আইন জারির ক্ষেত্র তৈরি করার জন্যই তারা এই অরাজকতার সৃষ্টি করছে।’
তিনি বলেন, ‘আজকে আলেম ওলামাসহ সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এই শেখ হাসিনার ব্যর্থ সরকারকে আর সময় দেয়া যায় না। তাই দেশনেত্রী এক দফার আন্দোলন ঘোষণা করেছেন। এই সরকারের বিদায় ছাড়া আর কোনো বিকল্প নাই।’
তারেক রহমান বিদেশ থেকে ছাত্রদলকে নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, তার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তাজমেরী এস ইসলাম, ড. পিয়াস করিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ  হাবিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বজলুল করিম চৌধুরী আবেদ, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন