বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১২

চট্টগ্রাম বন্দর পুরো দেশের সম্পদ, বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে, চট্টগ্রাম বাঁচবে- ডা.শাহাদাত হোসেন


ডা.শাহাদাত হোসেন
মুহাম্মাদ ইসরাফিল মোল্লা: চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারি দল ষড়যন্ত্রে করছে অভিযোগ করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দর পুরো দেশের সম্পদ, বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে, চট্টগ্রাম বাঁচবে।
তাই বন্দর নিয়ে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি
বন্দরনগরী চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ দাবি জানিয়ে ডা.শাহাদাত বলেন, চট্টগ্রামের সাথে বিমাতাসূলভ আচরণ করা হলে এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ, চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং চট্টগ্রাম বন্দর রক্ষার দাবিতে মহানগর বিএনপি বৃহস্পতিবার বিকালে  দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। পানি, বিদ্যুৎ, গ্যাসের অভাবে মানুষের জন জীবন বিপর্যস্ত।
অন্যান্যদের মধ্যে ডবলমুরিং থানা বিএনপি সভাপতি এসএম সাইফুল আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী, ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণি প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে নাসিমন ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন