বুধবার, সেপ্টেম্বর ১৯, ২০১২

রাজধানীসহ বিভাগীয় শহরে জামায়াতের বিক্ষোভ মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্রের নির্মাণের তীব্র প্রতিবাদ


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইহুদীবাদীরা মার্কিন যুক্তরাষ্ট্রে রাসূল (সা.)কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ করেছে। এতে প্রমাণিত হয়েছে ইসলামের স্বাশ্বত বিধানকে মোকাবিলা করার মত নৈতিক শক্তি ইহুদীবাদীদের নেই। তারা ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে মানুষের কাছে ইসলামকে বিতর্কিত করতে চায়। মূলত ইসলাম ও রাসূল (সা.)কে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণ করে ইহুদীবাদীরা শুধু রাসূল (সা.)কে অসম্মান  করেনি বরং বিশ্বের কোটি কোটি মুসলমানদের কলিজায় আঘাত হেনেছে। তিনি অবিলম্বে ইসলাম ও মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর চলচ্চিত্র নিষিদ্ধ করে ঘৃণ্য ও বিতর্কিত চলচ্চিত্র নির্মাতাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহবান জানান।
তিনি গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত রাসূল (সা.)কে নিয়ে বিতর্কিত চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের প্রতিবাদে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে একথা বলেন। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহাগনরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন ও মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবির মহানগরী দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শাহীন আহমদ খান, মহানগরী কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফরিদ হোসাইন, আব্দুস সবুর ফকির ও যাত্রাবাড়ী থানা সেক্রেটারি আব্দুল মান্নান প্রমুখ।
তিনি আরও বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ইসলাম বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসাবেই বাংলাদেশেও ইসলাম, ইসলামী আদর্শ ও ইসলামী ব্যক্তিত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ইহুদীবাদের দোসর শেখ হাসিনার সরকার একের পর এক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শেখ হাসিনা ও তার দোসররা ষড়যন্ত্র করে দেশ থেকে ইসলাম ও ইসলামী মূল্যবোধ নির্মূল করতে চায়। কিন্তু দেশের তৌহিদী জনতা আওয়ামী লীগের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হতে দেবে না। তিনি অবিলম্বে শেখ হাসিনাকে ইসলামবিরোধী ষড়যন্ত্র বন্ধ  এবং ইসলামবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
খুলনা অফিস : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ও চলচ্চিত্র নির্মাণকারী স্যাম ভেসিলির ফাঁসির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার উদ্যোগে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিশ্ব ব্যাপী ইসলামী আদর্শকে ভেঙে ফেলতে ইহুদি নাসারারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মুসলিম বিশ্বের হৃদয়ে আঘাত হানতে রাসুল (সা.)-কে নিয়ে এমন চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, আজ সময় এসেছে নিজেদের ঈমানী আকিদা ও রাসুল (সা.)-এর ওপর বিশ্বাসের মর্যাদা যাচাই করার। নেতৃবৃন্দ ইসলাম নিয়ে বিকৃতিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।
মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্বে করেন খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মহানগরী ছাত্রশিবির সভাপতি মোঃ সাইদুর রহমান, খালিশপুর থানা আমীর মোঃ আজিজুর রহমান, খানজাহান আলী থানা আমীর মোঃ আজিজুর রহমান স্বপন, ছাত্রশিবির সেক্রেটারি আজিজুর ইসলাম ফারাজী প্রমুখ।
রাজশাহী অফিস : আমেরিকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) -কে ব্যঙ্গ ও কটূক্তি করে অবমাননাকর চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে গত রোববার সাহেব বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি ইমাজ উদ্দীন মন্ডল, অফিস সেক্রেটারি আসম মামুন শাহীন, প্রচার সেক্রেটারি শাহাদৎ হোসাইন, মহানগরী শূরা ও কর্মপরিষদ সদস্য মাহবুবুল আহসান, এ কে এম সরওয়ার জাহান, জামায়াত নেতা কামারুজ্জামান প্রমুখ।
সিলেট ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মার্কিন চলচ্চিত্রে বিশ্বনবী (সাঃ)-কে নিয়ে ব্যঙ্গকারীরা বিশ্ব মানবতার শত্রু। বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করার দৃষ্টতা প্রদর্শন করে ঐ চলচ্চিত্রাকার বিশ্বের কোটি কোটি মুসলমানের মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছে। এই প্রতিশোধের আগুন আমেরিকাকেও জ্বালিয়ে ছারখার করে দিবে। অবিলম্বে ঐ চলচ্চিত্রকে নিষিদ্ধ এবং এর নির্মাতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আমেরিকা সরকারের প্রতি আহবান জানান। এই ন্যক্কারজনক ঘটনায় বাংলাদেশ সরকারকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপন করে রাষ্ট্রীয়ভাবে জোরালো প্রতিবাদ করতে হবে।
তিনি গতকাল সোমবার মার্কিন চলচ্চিত্রে মহানবী (সা.)-কে ব্যঙ্গ করার প্রতিবাদে সিলেট নগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নগর সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সহকারী সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা এডভোকেট জিয়াউদ্দিন নাদের, মুফতি আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, মহানগর ছাত্রশিবির সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু প্রমুখ।
বরিশাল অফিস : মহানবী হযরত মোহাম্মদ (স.)-কে কটূক্তি করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল বরিশাল মহানগরীতে অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর জেলা পরিষদ চত্বর থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ফলপট্টি হয়ে চকেরপুল এলাকায় গিয়ে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কর্মপরিষদ সদস্য এডভোকেট সালাহ উদ্দিন মাসূম, ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর সেক্রেটারি আব্দুল্লাহ আল নাহিয়ান প্রমুখ।
সাভার সংবাদদাতা : গতকাল বিকাল ৫টায় নয়ারহাট বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের উদ্যোগে চাল, ডাল, তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, কেরসিন, ডিজেল, গ্যাস, পানি ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি এখলাছ উদ্দিন খান। মিছিলটি নয়ার হাট বাসস্ট্যান্ড থেকে নয়ারহাট বাস টার্মিনালে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, চাল, ডাল, তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, কেরসিন, ডিজেল, গ্যাস, পানি ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনগণ মেনে নেবে না। সুতরাং আমাদেরকে এ সরকারের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন অফিস সহকারী শাহাদাত হোসাইন, আশুলিয়া থানা সেক্রেটারি আফজাল হোসাইন, সাভার পৌরসভা সহকারী সেক্রেটারি লুৎফর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি নাজমুস সাদাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন