শনিবার, সেপ্টেম্বর ২২, ২০১২

মাওলানা আব্দুস সোবহানকে গ্রেফতারের প্রতিবাদে নগর উত্তর শিবিরের বিৰোভ মিছিল ও সমাবেশ


মুহাম্মাদ ইসরাফিল মোল্লা:
মাওলানা আব্দুস সোবহানকে গ্রেফতারের প্রতিবাদে নগর উত্তর শিবিরের বিৰোভ মিছিল সমাবেশ
মিথ্যা, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার
করে জামায়াত নেতা আব্দুস সোবহানকে মুক্তি দিন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সেক্রেটারী বিশিষ্ট ছাত্রনেতা মাসরুর হোসাইন বলেছেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়ে মানবতাবিরোধী অপরাধের অবিযোগে জামায়াতের নাবেয়ে আমীর সাবেক দৰ পার্লামেন্টারিয়ান প্রবীণ রাজনীতিবিদ জননেতা মাওলানা আব্দুস সোবহানকে গ্রেফতার করে মানবতার বিরম্নদ্ধে অবস্থান নিয়েছে। মানবতাবিরোধী বিচারের নামে আজ সরকার দেশের জনগণের সাথে প্রহসন করছে। বিরোধীদল দমনের অংশ হিসেবে সরকার অন্যায়ভাবে মাওলানা আব্দুস সোবহানকে গ্রেফতার করেছে। বিরোধীদলকে ভয় পায় বলে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জামায়াত-শিবিরের নেতৃবৃন্দকে ঘায়েল করার অপচেষ্টা করছে। জামায়াত-শিবিরকে আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে হামলা, মামলা, গ্রেফতার নির্যাতনের পথ বেছে নিয়েছে। তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে প্রহসন জাতির কাছে আজ সম্পূর্ণভাবে পরিষ্কার। তিনি বলেন, তত
্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেশের মানুষের নূ্যনতম নাগরিক অধিকার কেড়ে নিয়ে স্বৈরাচারীনীতিতে বাকশাল কয়েমের ষড়যন্ত্র করছে। মাওলানা আব্দুস সোবহানকে গ্রেফতারের মাধ্যমে সরকার আবারো প্রমাণ করেছে তারা যে কোনভাবে ৰমতায় টিকে থাকার জন্য বিরোধী দলকে দমন-নীপিড়ন চালিয়ে নিশ্চিহ্ন করতে হবে। তিনি অবিলম্বে জামায়াতের নাবেয়ে আমীর দৰ পার্লামেন্টারিয়ান প্রবীণ রাজনীতিবিদ জননেতা মাওলানা আব্দুস সোবহান এর বিরম্নদ্ধে দায়ের করা মিথ্যা, ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে মুক্তি দেয়ার আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলমীর নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুস সোবহানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে নগর উত্তর,সেক্রেটারী মাসরুর হোসাইনের সভাপতিত্বে নগর উত্তর সাংগঠনিক সম্পাদক এস এম নওয়াব আলীর পরিচালনায় বিশাল বিৰোভ মিছিল শেষে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এতে আরও উপস্থিত ছিলেন নগর উত্তর অর্থ সম্পাদক নূরম্নল আমিন, ছাত্র আন্দোলন সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, শিৰা সম্পাদক সাদুর রশিদ চৌধুরী, চট্টগ্রাম কলেজ সভাপতি আব্দুল আজিজ, মহসিন কলেজ সভাপতি ইরফান উলস্নাহ প্রমূখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন