শনিবার, আগস্ট ০৪, ২০১২

সিলেটে ভীরের মাঝেও থেমে নেই ঈদের কেনাকাটা



এস. আই. রতন, সিলেটমুসলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। দুই ঈদের মাঝে ঈদ-উল-ফিত্রে আনন্দটা একটু বেশি থাকে, কারন তারা সারা মাস রোজা রেখে ঈদ উজ্জাপন করে। রমজান মাস শুরু হতেই শুরু হয়ে যায় কেনাকাটা, অর্ধেক যেতে না যেতেই বড় বড় বিভাগীয় শহরগুলোতে শুরু হয়ে যায় ভীর।বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সিলেটের জিন্দাবাজার অন্যতম, প্রতি বছরের মত এই বছরও ঈদের অনেক আগেই এখানে ভীর লেগে গেছে বছর অবশ্য ভীরটা তুলনামূলকভাবে আগের বছরগুলো চেয়ে বেশি, যার কারন নতুন  বেশ কিছু মার্কেট বছর তৈরি হয়েছে প্রতিদিন বিকেল হতেই শুরু হয় ভীর, পরিবারের ছোট, বড়, দেশী, বিদেশী সব ধরনের মানুষই আসছে মার্কেটগুলোতে, আসছে বিভিন্ন পেশার মানুষও। সিলেট মিলিনিয়াম, কাকলী, ব্লু-ওয়াটার, সিটি সেন্টার, আল-হামরা, শুকরীয়া কাজী ম্যানসন সহ এর আসে পাসের প্রায় সবগুলো মার্কেটে মানুষ কেনাকাটা করতে দেখা গেছে, জনসমুদ্রে পরিনত হয়ছে পুরো এলাকাটা। সেই সুযোগে পকেটমারদের উৎপাতও দেখা গেছে, ভীরের সুযোগ নিয়ে বখাটেদেরও দেখা যায় নারীদের উত্তোক্ত করতে, এই সব ঘটনা বেশী ঘটে শুকরীয়া মার্কেটের সামনে, কারন এখানে ভীর সবচেয়ে বেশী এত কিছুর মাঝেও থেমে নেই কেনাকাটা, ছোট্ট বাচ্চাটির ঈদের কাপর কেনার জন্য ছোটতে দেখা যায় তার বাবা মা কে, কেউ বা আবার ছোটছে জীবনসঙ্গীর জন্য কেউবা বাবা মায়ের জন্য ঈদের কাপর কেনার জন্য, ভীর ঠেলে যখন তারা এগিয়ে যায় মনে হয় যেকোন উপায়ই হোক প্রিয়জনের মুখে তারা হাসি ফোটাবেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন