সোমবার, জুলাই ৩০, ২০১২

দিশেহারা হয়ে পরেছে সিলেট এম. সি. কলেজের শিক্ষার্থীরা


এস. আই. রতন, সিলেট
২৯জুলাই২০১২
সিলেট বিভাগের শিক্ষার প্রাণকেন্দ্রমূলক প্রতিষ্ঠান এম. সি. কলেজ। প্রতি বছর শুধু সিলেট বিভাগই না দেশের অন্যান্য স্থান থেকেও এ প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীরা পড়তে আসে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশের যে কয়টি সনামধন্য কলেজ আছে তার মধ্যে এম. সি. কলেজ একটি। কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা কি ঠিকমত শিক্ষা পাচ্ছে? বছরের প্রায় সময়ই কলেজে বিভিন্ন ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয়, পরীক্ষার কারন সহ আরও নানা কারনে কলেজ বন্ধ থাকে, তাই শিক্ষার্থীরা ঠিকমত ক্লাস করতে পারে না, বাধ্য হয়ে তারা দৌরায় বিভিন্ন শিক্ষকদের বাসায় প্রাইভেট পড়তে। কিন্তু এখন সরকারের নতুন আইনের কারনে শিক্ষকরা প্রাইভেটও পড়াচ্ছেন না। এদিকে কলেজ ছাত্রাবাসে কিছুদিন আগে আগুন ধরানোকে কেন্দ্র করে কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ চলছে, কবে খোলা হবে তারও ঠিক নেই। ঠিক এই অবস্থায় অনার্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পরেছে। এই বিষয়ে কলেজের গনিত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র বিজয় দাশ আমাদের বলেন, কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ, তাই ক্লাস হচ্ছে না, স্যারেরাও প্রইভেট পরাচ্ছেন না, এদিকে ৮ আগষ্ট থেকে ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষা, এর পরপরই আমাদের পরীক্ষা, এই অবস্থায় কি যে করব ভেবে পাচ্ছি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন